‘জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পের আলোয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন শীর্ষক কর্মসূচির আওতায় দেশব্যাপী ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’ শিরোনামে গবেষণা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গবেষণাভিত্তিক এই শিল্পযাত্রা ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’ কার্যক্রমটি জেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, কৃষক, সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ কর্তৃক পূরণের কার্যক্রম চলছে। এ প্রসঙ্গে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত বলেন, ‘আমরা ২০২০ সালে একটি ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্যই মূলত আমাদের এই কার্যক্রম। এখন পর্যন্ত আমরা প্রায় পাঁচ হাজার মানুষের মতামত ও পরামর্শ নিতে পেরেছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে আমরা সিলেটের দশ হাজারেরও অধিক মানুষের মূল্যবান মতামত, পরামর্শ, প্রস্তাব ও প্রত্যয় সংগ্রহ করতে পারব।’ সিলেটে জেলা শিল্পকলা একাডেমির উক্ত কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে নাট্য সংগঠন থিয়েটার একদল ফিনিক্স। এছাড়াও সিলেট কৃষি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ও এমসি কলেজ ক্যাম্পাসে কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করছে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ এবং মোহনা সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার মুরারিচাঁদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস