Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে
বিস্তারিত

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সিলেটে অত্যন্ত সুনামের সাথে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, নাটক ও তালবাদ্যযন্ত্র (তবলা) বিষয়ে প্রতি বছর ১ম বর্ষে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়ে থাকে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার লক্ষ্যে এ বছর ভর্তি পরীক্ষা না হলেও আসন খালি থাকা সাপেক্ষে শিশু ও সাধারণ বিভাগের আওতাধীন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের গত ১ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ভর্তি কার্যক্রম চলছে। পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে অফিস চলাকালীন সময়ে আবেদন ফরম সংগ্রহ, জমাদান ও ভর্তি করা যাবে। সংগীত, নৃত্য, চারুকলা বিষয়ে শিশু বিভাগে ভর্তির ক্ষেত্রে ৬ থেকে ১১ এবং সংগীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, নাটক ও তালবাদ্যযন্ত্র (তবলা) বিষয়ে সাধারণ বিভাগে ভর্তির ক্ষেত্রে ১২ থেকে ৩৫ বছর বয়সের আগ্রহীরা ভর্তি হতে পারবেন। ২০২১ শিক্ষাবর্ষে ইতোমধ্যে ভর্তির পর শিশু বিভাগের ক্ষেত্রে সংগীতে ৫৩টি, নৃত্যে ৩২টি, চারুকলা সেকশন ‘এ’-তে ৪২টি এবং সেকশন ‘বি’-তে ৮০টি আসন খালি রয়েছে। এছাড়াও সাধারণ বিভাগের ক্ষেত্রে সংগীতে ৩৪টি, নৃত্যে ২৬টি, চারুকলা সেকশন ‘বি’-তে ৭৮টি, আবৃত্তিতে ৬৮টি, নাটকে ৫০টি ও তালবাদ্যযন্ত্রে (তবলা) ৩৯টি আসন খালি রয়েছে। ভর্তির সময় নির্ধারিত বার্ষিক কোর্স ফি চারুকলার ক্ষেত্রে ১,৭৫০/- টাকা এবং অন্যন্য সকল বিষয়ের ক্ষেত্রে ১,৫০০/- টাকাসহ  ১কপি পাসপোর্ট, ১কপি স্ট্যাম্প সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/02/2021
আর্কাইভ তারিখ
28/02/2021