সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে ২৫ মে বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান যার শিরোনাম ছিলো ‘চির উন্নত মম শির’। জেলা কালচারাল অফিসার সিলেট অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ ও বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী বিজন কান্তি রায়। এরপরপরই আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় কবির রচিত গান, কবিতা এবং গানের সাথে নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, অনির্বান শিল্পী গোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক সংগীত পরিবেশনায় ছিলেন বিজন রায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS